ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ২, আহত ২ পুলিশ সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৭ মে ২০১৭ | আপডেট: ১৩:৫৬, ৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর গ্রামে পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরনে ২ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলামসহ ২ পুলিশ সদস্য। আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে, জেলা সদরের লেবুতলা গ্রামের একটি বাড়ি থেকে ৮টি বোমা, একটি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দুই অস্তানা থেকে আটক করা হয়েছে ৩ জনকে।
জঙ্গিদের অবস্থান জানতে পেরে বজরাপুর গ্রামের জহিরুল ইসলামের বাড়িটি ভোররাত থেকেই ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
স্থানীয়রা জানান, গ্রামের জহিরুল ইসলাম বাড়িতে লাড্ডু বানিয়ে বিক্রি করা হতো। তবে বাইরের কাউকে বাড়িতে ঢুকতে দেয়া হতো না।
বজরাপুর গ্রামের ওই বাড়িতে সকালে শুরু হয় অভিযান । এ সময় আত্মঘাতি বিস্ফোরনে দুই জঙ্গি নিহত হয়। আটক করা হয় বাড়ির মালিককে।
অভিযানের সময় আত্মঘাতি জঙ্গিদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন মহেশপুর থানার এসআই মহসিন। এছাড়া আহত হন কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে জেলা সদরের লেবু তলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮টি বোমা, একটি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। সেখান থেকে আটক করা হয় ২ জনকে। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি