ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৭ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৩৬, ২৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশনর ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার ভোর রাতে নিজ নিজ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- আশরাফুল ইসলাম, রানা ও মনোয়ার হোসেন।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার তিনজন জেএমবির নিহত নেতা নিহত সরোয়ার-তামিম গ্রুপের সদস্য। গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল সদর উপজেলার গান্না ও পোড়াহাটি গ্রামে অভিযান চালিয়ে আশরাফুল, রানা ও মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি