ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬৭

প্রকাশিত : ২০:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার  ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ঝিনাইদহ জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। মাদকবিরোধি অভিযানের অংশ হিসেবে গেল রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়।

এ সময় সদর থেকে ২৮, শৈলকুপায় ১৩, হরিনাকুন্ডুতে ২, কালীগঞ্জে ৫, কোটচাঁদপুরে ৫ এবং মহেশপুর থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী রয়েছে। অভিযানকালে ৪৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি