ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৫:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এর জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

এ সময় ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে শ্রীপুর উপজেলার ২নং সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের ২নং সিএন্ডবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লিঃ নামক সোয়েটার কারখানার ঝুট ব্যবসার কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা এস এম পলাশ। সকালে তার লোকজন ঝুট বের করতে গেলে কৃষক দলের নেতা আবুল কালাম আজাদের লোকজন বাঁধা দেয়। 

এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উত্তেজিত স্থানীয় নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কিছু সময় অবরোধ সৃষ্টি করে রাখে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। এছাড়া ফাঁকা গুলি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের সঙ্গে কৃষক দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি