ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

টঙ্গী রেলব্রিজের উপর মালবাহী ট্রেন লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

টঙ্গী ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো রেল লাইনটি বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি বগির পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন ও কয়েকটি বগি টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিসহ দুটি বগি এখনও লাইনের ওপর রয়েছে।

বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান গণমাধ্যমে বলেন, লাইনচ্যুত হওয়ায় অন্য রেল চলাচল বন্ধ রয়েছে। লাইনটি চালু করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর লাইনটি সচল রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি