ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

টঙ্গীতে গাড়িচাপায় পোশাক কর্মী নিহত

প্রকাশিত : ১১:৫৩, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে গাড়ি চাপায় ছখিনা (৩০) নামে এক পোশাক কর্মী নিহত হয়েছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় বাটা গেটের সামনে রাস্তাপারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছখিনা বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার মধ্যদেবকান্দির বাসিন্দা বলে জানা গেছে। সে স্টেশনরোড মাছিমপুর এলাকায় মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পিমকী এ্যাপারেলস লি. কারখানায় অপারেটর হিসেবে চাকরি করে আসছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় স্থানীয় পিমকী এ্যাপারেলস লি. কারখানায় যাওয়ার উদ্যেশে বাসা থেকে বেড় হন ছখিনা। এ সময় বাটা গেটের সামনে পৌঁছালে গজীপুরগামী বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এমদাদুল হক জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আর লাশ নিহতের স্বজনদের অনুরোধে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি