ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

টঙ্গীতে ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরে টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছেশুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আনুমানিক ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি তিস্তা গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি ট্রেনের ছাদ থেকে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কর্তব্যরত মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি