ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

টঙ্গীতে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধ শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:০০, ১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই পক্ষের কয়েক হাজার মুসল্লির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে একজন নিহত হয়েছে। এসময় উভয় পক্ষের অর্ধশতাধিক মুসল্লি আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

দিল্লীর মাওলানা সা’দপন্থী তাবলীগ মুরুব্বীরা টঙ্গী ইজতেমা ময়দানে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় এজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। গত কয়েকদিন ধরে কওমি মাদ্রাসা থেকে বিপুল সংখ্যক ছাত্র এসে অবস্থান নেয় এজতেমা ময়দানে। তারা সা’দ পন্থীদের মাঠ থেকে সরে যেতে বাধ্য করে।

ইজতেমার মুরব্বিরা জানান, প্রতিবছরের মত এবারও তারা বিশ্বইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে জোড় ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। সে অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ৩০নভেম্বর জোড় ইজতেমায় যোগ দিতে আসা কয়েক হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ঢুকতে গেলে কওমিপন্থী মাওলানা জোবায়ের অনুসারি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তাদের বাধা দিচ্ছে। কয়েকদিন আগে থেকেই লাঠি-সোটা নিয়ে কয়েক হাজার ছাত্র ময়দানে ঢুকার ফটকগুলো বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নিচ্ছে। ফটক দিয়ে কোন ব্যক্তিকেই তারা ঢুকতে দিচ্ছে না।

কয়েক দিন ধরে জোড় ইজতেমায় যোগ দিতে আসা মুসল্লিরা গত শুক্রবার ময়দানে ঢুকতে না পেরে আশোপাশের মসজিদে অবস্থান নেন। আজ শনিবার ভোরে আবারও তারা ময়দানে ঢুকতে গিয়ে জোবায়ের পন্থীদের বাধার মুখে পড়েন। এনিয়ে ওই এলাকায় মুসল্লিদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অপরদিকে প্রতিপক্ষের কওমি পন্থী তাবলীগ মাওলানা যোবায়ের পক্ষের মুসল্লিরা ইজতেমা ময়দানের প্রবেশ করতে চাইলে তাদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এসময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বেলা সাড়ে ১২ টার দিকে মাওলানা যোবায়ের পক্ষের মুসল্লিরা জোড় করে ইজতেমা ময়দানের প্রবেশ করতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছে। আহতদের টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতাল, টঙ্গী বেসরকারি হাসপাতাল ও উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতারে ভর্তি করা হয়েছে। আবার অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ইজতেমা ময়দানের বাইরে কয়েক হাজার মুসুল্লী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়ায় যানবাহন চলাচল  বন্ধ হয়ে যায় । ওই পথে স্বাভাবিক গতিতে চলতে পারছে না, গাড়ি চলছে ধীর গতিতে। তবে মুসুল্লীদের বুঝিয়ে পরিস্থিতি  স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে।

 

 টিআর/  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি