ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

টাকার অভাবে নিভে যাবে মেধাবি আনিকার জীবন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বয়স মাত্র ১৫ বছর। চাঞ্চল্য যার পুরো কৈশর জুড়ে। বিশ্বকে দেখার স্বপ্নে সেও চেয়েছিল পাখা মেলে বেড়াতে। পড়ালেখায় ছিল বেশ উজ্জল এ অদম্যের। কিন্তু থেমে যেতে বসেছে মার্জিয়া আফরিন আনিকার জীবন। 

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টফিকেট (এসএসসি) পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা তার দেওয়া হলো না। তার দুইটা কিডনিই অকেজ হয়ে গেছে। কিডনি প্রতিস্থপনের জন্য দরকার বেশ কিছু টাকা। হাসপাতালের বিছানায় শুয়ে এ মেয়েটি জানালা দিয়ে দূর আকাশে নিজের জীবন প্রদীপ নিভে যাওয়া দেখছে।
 
জানা যায়, চাঁদপুরে ফরিদগঞ্জের চিকা চাঁদপুর গ্রামের মো. আব্দুল কাদিরের তিন ছেলে-মেয়ের মধ্যে মার্জিয়া সবার বড়। মেধাবী এ শিক্ষার্থী চিকা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে বসা হয়নি পরীক্ষায়। শ্রেণি রোলে প্রথম নম্বরে থাকা এ শিক্ষার্থী আর কোন দিন শ্রেণিকক্ষে বসবে কীনা, সহপাঠীদের সঙ্গে আর স্কুলের পথে হাঁটবে কীনা তাও এখন অনিশ্চিত হয়ে গেছে। বাঁচার আশা ক্ষীণ হয়ে পড়েছে তার। 

মার্জিয়ার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, মার্জিয়া এখন রাজধানীর জাতীয় কিডনী ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছে। প্রতি মাসে তার চিকিৎসার জন্য প্রায় ৬০ হাজার টাকার প্রয়োজন। তার কিডনি প্রতিস্থাপনের জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। তিনি দুচোখের পানি ছেড়ে দিয়ে সবার কাছে মেয়ের জন্য দোয়া চান যেন তার মেয়ে বেঁচে থাকে এ পৃথিবীতে। 

জাতীয় কিডনি ইন্সটিটিউটের ৩ নং ইউনিটের অধ্যাপক ডা. বাবলুর আলম বাবুলের অধিনে মার্জিয়া চিকিৎসাধীন রয়েছে বলে জানান তার মা। তার পরিবারের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছে। রূপালী ব্যাংকের হিসাব নয়-৬০১৫০১০০০০০৪৮। মোবাইল নম্বর: ০১৯৪৮৭১১৪৪০ ও ০১৭২৬৩৭৩৭৪১।

আরকে/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি