ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে জেট ফাইটার বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২৫, ২৩ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় একটি জেট ফাইটার বিধ্বস্ত হয়ে একজন বৈমানিকের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় এফ-৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি