ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি  

প্রকাশিত : ১৫:৪৫, ২৬ নভেম্বর ২০২০

টাঙ্গাইলে ‘নিরাপদ অভিবাসন এবং টেকসই পুনরেকত্রীকরণ পরিপ্রেক্ষিত কোভিড-১৯ মহামারী পরিস্থিতির উত্তরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে অনুপ্রেরণা ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আমিনুল ইসলাম। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

কর্মশালায় বক্তারা বলেন, ‘নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালায় সকলের সক্রিয় অংশগ্রহণ ও সুচিন্তিত মতামত অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ, বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ ও অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম হেড শরিফুল ইসলাম, মাইগ্রেশন এক্সপার্ট আসিফ মুনীর, আইআইডির সিইও সাইদ আহমেদ। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি