ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাকটরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মীর রুবেল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রাজু আহমেদ (২২ ) নামের এক যুবক গুরতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বাঁশতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুবেল সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার এম. এন. হুদার ছেলে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোড়াই হাটোভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল বাঁশতৈল এলাকায় পৌঁছালে একটি ট্রাকটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মীর রুবেল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি