ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

টিউলিপ ফুলের বর্ণিল উৎসব নেদারল্যান্ডসে (ভিডিও)

বিকুল চক্রবর্তী, নেদারল্যান্ডস থেকে

প্রকাশিত : ১২:৪৯, ১৬ মে ২০২৩

নেদারল্যান্ডসে বসন্ত মানেই টিউলিপ ফুলের সমারোহ। মাঠজোড়া রং-বেরংয়ের টিপলিপ সারি মুগ্ধ করে সৌন্দর্যপিপাসু মানুষের মন। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বছরের এইসময়ে তাই টিউলিপ উৎসব হয় নেদারল্যান্ডসে। 

পাশ্চাত্যের সব দেশের মতন নেদারল্যান্ডসে বসন্তের আগমন জানান দেয় এই দিগন্তজোড়া রঙিন জমিন। বাহারি-বর্ণিল টিউলিপ ফুলে মুগ্ধতার আবেশ ছড়ায় সুন্দরের পূজারী মানবমনে।  

নেদারল্যান্ডসের কোকেনহফ গার্ডেন বিশ্বের সবচে’ বড় ফুলের বাগান। বসন্তে ৩২ হেক্টরের বাগানটিতে ৮শ’ প্রজাতির টিউলিপসহ ৭ মিলিয়নেরও বেশি ফুল ফোটে। 

ফুলের প্রদর্শনীর পাশাপাশি এখানে থাকে আরও নানান আয়োজন। টিউলিপ উৎসবে ফুটিয়ে তোলা হয় ডাচ ঐতিহ্যের নানান নিদর্শনও।  

নেদারল্যান্ডস এখন বিশ্বের শীর্ষস্থানীয় ফুল রপ্তানিকারক দেশ। ১৯৪৯ সালে দেশটিতে ফুলের উৎপাদন ও প্রদর্শনের জন্য খোলা হয় এই কোকেনহফ গার্ডেন। প্রতিবছর দেড় মিলিয়নেরও বেশি দর্শনার্থী এখানে আসেন, হারিয়ে যান স্বপ্নরঙিন স্বর্গপুরীতে। 

প্রতিবছর মার্চ থেকে মে’র মধ্যে টিউলিপ উৎসবের আয়োজন হয়। এবার ২৩ মার্চ শুরু হয়ে ১৪ মে পর্দা নামে বহুবর্ণিল এই ফুল উৎসবের।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি