ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৫১, ২০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে পুলিশ-বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমেদ মুচু নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোরে টেকনাফ জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় জালিয়াপাড়া এলাকা থেকে তালিকাভুক্ত মাদক পাচারকারী মোস্তাককে ইয়াবাসহ আটক করে বিজিবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিজিবির দুইটি দল মুচুকে নিয়ে অভিযানে যায়। পুলিশ ও বিজিবি সদস্যরা টেকনাফের জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে উৎ পেতে থাকা মুচু বাহিনী পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে পালিয়ে যান মুচু বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন মুচু। পরে তাকে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাদকবিক্রেতা মুচুর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান কর্নেল আছাদুদ জামান।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি