ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারী নিহত

প্রকাশিত : ১৩:৩৯, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:৪০, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুইদল মাদক কারবারীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে আবদুর রহমান (২৩) নামে একজন নিহত হয়েছেন। টেকনাফ মডেল থানার অফিসান ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া শিয়াল্লা গোনা এলাকায় ‘বন্ধুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবদুর রহমান হোয়াইক্যং পূর্ব মহেষখালীয়া পাড়ার শাহ আলমের ছেলে বলে জানা গেছে। স্বজনদের দাবি, আব্দুর রহমান ৯ দিন আগে নিখোঁজ হয়েছিল।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে দুইদল মাদক কারবারীদের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আবদুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে কক্সবাজারে পাঠায়। সেখানে নেওয়ার পথেই আবদুর রহমান মারা যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি