ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ট্রাম্প-রাশিয়ার আঁতাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে

প্রকাশিত : ১০:১২, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১২, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  ট্রাম্প-রাশিয়ার আঁতাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে নিশ্চিত করলেন এফবিআই প্রধান জেমস কোমি। মার্কিন কংগ্রেস কমিটির শুনানিতে হাজির হয়ে তিনি জানান, আদৌ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রম্পের প্রচার-কর্মসূচির সঙ্গে  রাশিয়ার কোন আঁতাত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া নির্বাচনের সময় ট্রাম্প শিবিরের কারো ব্যক্তিগত যোগসূত্র ছিল কিনা ত্ধাসঢ়;ও খুজে দেখা হচ্ছে বলে জানান তিনি। কোমি বলেন, প্রত্যেকটি তথ্য প্রমান সংগ্রহ করা হবে এবং আদৌ পুরো ঘটনায় কোন অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা বের করা হবে। শুনানিতে কোমি নিশ্চিত করেন, নির্বাচনের আগে বা পরে ্ধসঢ়;ওবামা প্রআসন ট্রাম্প টাওয়ারে কোন ধরনের আড়ি পাতেনি। এই শুনানিতে একই সঙ্গে হাজির হন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র প্রধান চিফ এডমিরাল মাইক রজার্স। রজার্স বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারীর প্রচার-কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতে নির্দেশ দিয়েছিলেন ভ­াদিমির পুতিন।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি