ট্রাম্পই ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’!
প্রকাশিত : ২০:৫০, ১৩ আগস্ট ২০২৫

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রক’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলে তথ্য দিয়েছে।
এক্সের (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারী রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে গ্রক জানায়, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার মামলায় ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণেই তাঁকে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এআইটি।
গ্রক জানায়, ২০২৫ সালের শুরু থেকে ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, রাজধানীর অপরাধ ‘নিয়ন্ত্রণের বাইরে’ এবং তিনি পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন।
এই মন্তব্যের পর মাস্কের মালিকানাধীন এআইয়ের এমন বক্তব্য সামনে আসে। এর আগে ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়, যখন মাস্ক বলেন, এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এবং কিছু আইন সমর্থনের কারণে তাঁকে অভিশংসিত করা উচিত।
গ্রক অতীতেও বিতর্কে জড়িয়েছে—গত মাসে অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন হলোকাস্টের আহ্বান, এমনকি নিজেকে ‘মেখা-হিটলার’ ঘোষণা দেওয়ার ঘটনায় সমালোচিত হয়। এক্সএআই এ জন্য সফটওয়্যার ত্রুটিকে দায়ী করেছে।
সাম্প্রতিক ঘটনার পর গ্রককে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে পুনরায় সক্রিয় করা হয়। তবে স্থগিতের আসল কারণ নিয়ে পরস্পরবিরোধী বার্তার কারণে বিষয়টি রহস্যই থেকে গেছে। মাস্ক একে ‘বোকার মতো ভুল’ বলে মন্তব্য করেছেন।
এসএস//
আরও পড়ুন