ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ট্রাম্পের কৌতুকপূর্ণ বক্তব্য ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ৮ মার্চ ২০২২

মার্কিন বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ায় বোমা ফেলতে বললেন ট্রাম্প - ছবি: গার্ডিয়ান

মার্কিন বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ায় বোমা ফেলতে বললেন ট্রাম্প - ছবি: গার্ডিয়ান

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার উচিত এফ-২২ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমা বর্ষণ করা। 

রবিবার নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে, ট্রাম্প এই কৌতুকপূর্ণ বক্তব্য রাখেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ এ খবর দিয়েছে।

ট্রাম্প বলেন, “এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করে তার জন্য বেইজিংকে দোষী করা উচিত। এতে রাশিয়া এবং চীন যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারব চীন এই হামলা চালিয়েছে।”

এরপর তারা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব। ট্রাম্পের এই কথাতেই হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়েন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি