ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বৈধতা দিল আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২৭ অক্টোবর ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন (ইমপিচমেন্ট) তদন্তকে বৈধতা দিয়েছে দেশটির একটি আদালত। সেইসঙ্গে ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সাবেক স্পেশাল কাউন্সেলর রবাট মুলারের তদন্ত প্রতিবেদনও গৃহীত হবে বলে জানানো হয়।

শুক্রবার দেশটির একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বৈধতা নিয়ে শুনানি হলে মার্কিন বিচারক বেরিল হওয়েল বিরোধী দল ডেমোক্রাটদের পক্ষে রায় দিয়ে বলেন, ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের অভিবাস প্রক্রিয়া আইন সম্মত।

রোববার (২৭ অক্টোবর) হোয়াইট হাউজের বরাত দিয়ে বার্তা সংস্থা ওয়াশিংটন পোষ্ট এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালত অভিশংসনের বৈধতা দিয়ে বলেছে, এজন্য আইনপ্রণেতাদের আনুষ্ঠানিক ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাসের প্রয়োজন নেই।

এছাড়া অভিশংসন তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে মুলারের তদন্ত রিপোর্ট আগামী বুধবারের মধ্যে হাউস জুডিশিয়ারি কমিটির কাছে জমা দিতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন মার্কিন ওই বিচারক।

রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের নির্বাচনী ফায়দা আদায়ে প্রতিবেশী দেশ ইউক্রেনের প্রেসিডেন্টকে অপর প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে তদন্তের অনুরোধ করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এতেই কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব পাস না করিয়ে তদন্ত শুরু করায় আপত্তি তোলেন রিপাবলিক্যানরা।

তাদের আপত্তির ব্যাপারে আদালত বলেন, সংবিধানে অভিশংসনের ব্যাপারে হাউসের হাতে পর্যাপ্ত ক্ষমতা দেয়া আছে। সুতরাং, প্রস্তাব পাস করতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই।

এদিকে, আদালতের এ রায়কে বিরোধী ডেমোক্রেটিক নেতাদের জন্য আরেকটি বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটাকে ট্রাম্পের জন্য ‘বড় আঘাত’ হিসেবে অভিহিত করেছেন হাউস স্পিকার ও ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, বিচার বিভাগকে ট্রাম্প রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

তবে ট্রাম্পের অভিশংসনের পক্ষে ডেমোক্র্যাটদের মধ্যে জোর সমর্থন থাকলেও সিনেটে অভিশংসন প্রক্রিয়া পাস হওয়ার সম্ভাবনা অনেক কম। কেননা, কংগ্রেসের নিম্নকক্ষে বিরোধীরা সংগরিষ্ঠ হলেও উচ্চকক্ষে সিনেট রিপাবলিক্যানদের দখলে।
আই/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি