ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারে অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৪:১৪, ৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারে অভিযোগ করলেন, এফবিআইয়ের বরখাস্ত হওয়া প্রধান জেমস কোমি। বলেছেন, দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার জন্য যে কারণ দেখানো হয়েছে তা জলজ্যান্ত মিথ্যা।
নির্বাচনে রুশ সংযোগ অভিযোগ তদন্তে সিনেট কমিটির শুনানিতে কেমি আরো বলেন, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইকেল ফ্লিনকেও জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তা করতে দেননি বলে অভিযোগ করেন তিনি। সাবেক এফবিআই প্রধান সিনেট কমিটিকে বলেন, তাকে বরখাস্তের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সংস্থাটিকেও অসম্মানিত করছে ট্রাম্প প্রশাসন। এর পরপরই হোয়াইট হাউসের এক প্রতিক্রিয়ায় বলা হয়, প্রেসিডেন্ট মিথ্যাবাদী নন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি