ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২৯ মে ২০২০

ভারত ও চীনের মধ্যে লাদাখ অঞ্চল নিয়ে চলছে বিরোধ। দু’দেশই এখন মুখোমুখি অবস্থানে। এ অবস্থায় আগবাড়িয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবে কি না, তা নিয়ে ভারত সরাসরি মুখ না খুললেও চীন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পুরোপুরি প্রত্যাখান করে দিল।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন শুক্রবার বললেন, “আলোচনা ও মতামত বিনিময়ের মাধ্যমে সমস্যাগুলি ভাল ভাবেই মেটাতে পারে ভারত ও চীন। সেই সব মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।’’

কথাটা অবশ্য গত কাল এতটা সরাসরি বলেননি মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেছিলেন, “আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে সমস্যা মেটানোর চেষ্টা করছে ভারত। এ ব্যাপারে দিল্লি ও বেজিংয়ে কূটনীতিকরা তাঁদের কাজ করে যাচ্ছেন।’’

ট্রাম্প আগবাড়িয়ে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে বেজিংও মুখ খোলেনি। এ দিনই প্রথম বেজিংয়ে চীনা মুখপাত্র লিজিয়ন সাংবাদিকদের বলেন, “সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া চালানোর একটা ব্যবস্থা রয়েছে। অনেক দিন ধরেই রয়েছে। রয়েছে কূটনৈতিক স্তরের যোগাযোগও। ফলে, এই সমস্যা মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের দরকার নেই।’’

গত ৫ মার্চ থেকেই পূর্ব লাদাখের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চীনা সেনাদের প্যাংগং হ্রদ ও গালওয়ান উপত্যকায় ঢুকে পড়ার খবর আসতে থাকে। ভারতীয় সেনাদের সঙ্গে তাদের হাতাহাতিরও খবর আসে।

গত কাল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, যত রকম ভাবে যোগাযোগ রেখে চলা হয়, সেই সব রকম ভাবেই চীনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে কূটনৈতিক স্তরেও।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি