ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১০:১০, ১৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

যুদ্ধ অবসানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য আগামী সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শনিবার এ ঘোষণা দেন তিনি। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি জানান, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো ট্রাম্প ফোনে তাকে অবহিত করেছেন।

জেলেনস্কি বলেন, ‘হত্যাকাণ্ড ও যুদ্ধের সমাপ্তির ব্যাপারে সব ধরনের বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবো।’

তিনি আরো বলেন, ‘আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। ট্রাম্পের সঙ্গে (ফোনে) দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে।’

ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক শুক্রবার শেষ হওয়ার তিন দিন পর ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পরের দিন জেলেনস্কি কিয়েভের ইউরোপীয় মিত্রদের আলোচনার প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি