ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ট্রেনের আগাম টিকিট ২ জুন থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট আগামী ২ জুন থেকে বিক্রি শুরু হবে।

ঈদে ট্রেনযাত্রীদের সেবা বৃদ্ধি ও দুর্ভোগ কমাতে ৯ জুন থেকে ঈদ ফেরত যাত্রীদের টিকিট বিক্রি করা হবে। ২-৬ জুন পর্যন্ত অগ্রিম ও ৯-১৩ জুন পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।

রেলওয়ে মহাপরিচালক মো. আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৬ জুন ঈদ (সম্ভাব্য তারিখ) হচ্ছে এমনটা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই হিসেবে আগামী ২ জুন অগ্রিম ও ৯ জুন ফিরতি টিকিট বিক্রি শুরু করবে।

জানা গেছে, আগামি ২ জুন ১১ জুনের, ৩ জুন ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন, ১৪ জুনের এবং ৬ জুন ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঈদ ফিরতি টিকিট ৯ জুন ১৮ জুনের, ১০ জুন ১৯ জুনের, ১১ জুন ২০ জুনের, ১২ জুন ২১ জুনের এবং ১৩ জুন ২২ জুনের বিক্রি হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার  সীতাংশু চক্রবর্তী জানান, ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ পেয়েছি। ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করতে নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, এবার প্রায় ২৪টি কাউন্টার থেকে একযোগে টিকিট বিক্রি শুরু হবে। কালোবাজারি রোধকল্পে পুরো  স্টেশনের সঙ্গে কাউন্টারের ভেতর ও বাইরে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনা করা হচ্ছে। ছাদে যাত্রী ওঠা রোধে আমরা আরও কঠোর হচ্ছি।

কেআই/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি