ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, নিহত ১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:০২, ৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন প্রাইভেট কারের এক আরোহী এবং আহত হয়েছেন চালক। 

সোমবার দুপুরে নলছাটা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নরসিংদী রেল পুলিশ ফাঁড়ির এএসআই ইকবাল হোসেন জানান, দুপুরে কালিগঞ্জের নলছাটা রেল ক্রসিংয়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের এক আরোহী মারা যান। আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বর্গে পাঠিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি