ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রকাশিত : ১১:৪৮, ২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর। নিহতরা হলেন, পরেশ চন্দ্র রায় (৫২) ও মাহফুজুর রহমান জিয়ন (৪৮)।

শনিবার সকাল ৯ টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের উনত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পরেশ সদর উপজেলার আউলিয়াপুর তেয়ারীগাঁও গ্রামের বাসিন্দা। আর নিহত জিয়ন ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার জহুরুলের ছেলে। তারা দু’জন বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে তারা দু’জন মোটরসাইকেলযোগে নতুন কর্মস্থল দিনাজপুরের পার্বতীপুরে যাচ্ছিলেন। উনত্রিশ মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দুটি ট্রাক নিজেদের ওভারটেক করার সময় পরেশ ও জিয়নকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পরেশ মারা যান। পরে জিয়নকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি