ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ৮ নভেম্বর ২০১৯

সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১১তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় এই প্রথম সংগঠনের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে উপবৃত্তির নগদ টাকা বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সংগঠনের চেয়ারম্যান পবারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ ও সংগঠনের ‘ক’ অঞ্চলের ডিরেক্টর আকরাম হোসেন।

সভার শুরুতে সংগঠনের বার্ষিক আয়-ব্যয়সহ বার্ষিক প্রতিবেদন পেশ ও পাশ করা হয়। সেইসাথে কেন্দ্রীয় সংগঠনের আসন্ন নির্বাচনে ‘ক’ অঞ্চলের ডিরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বসম্মতিক্রমে সংগঠনের চেয়ারম্যান পবারুল ইসলামের নাম প্রস্তাব গৃহীত হয়। 
এছাড়া সভায় গত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মানজনক ফলাফলের জন্য সংগঠনের সদস্যদের মেধাবী ১৭জন সন্তানের মাঝে উপবৃত্তির নগদ প্রায় ৫০ হাজার টাকা বিতরণ করা হয় এবং এখন থেকে নিয়মিত এই বৃত্তি প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়। পরে সভায় উপস্থিত সদস্যদের রেজিস্ট্রেশনকৃত কুপনের লটারীতে বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি