ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ডব্লিউএইচওর ইতিহাসে প্রথম ভার্চুয়াল অধিবেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৮ মে ২০২০ | আপডেট: ১৩:৩১, ১৮ মে ২০২০

করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্ব চরমে। এরই মধ্যেই দুই দিনের ভার্চুয়াল অধিবেশন শুরু হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।

সোমবার থেকে শুরু হতে যাওয়া অধিবেশনটি ডব্লিউএইচওর ইতিহাসে প্রথম ভার্চুয়াল অধিবেশন।

তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ও চীনের দ্বন্দ্ব বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও সদস্য দেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি প্রস্তাব গ্রহণের বিষয়েও আশা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশন সাধারণত তিন সপ্তাহব্যাপী হয়ে থাকে। তবে এবার শুধু করোনা ভাইরাস নিয়ে আলোচনার জন্য দুই দিনের ভার্চুয়াল অধিবেশন হচ্ছে।

এবারের অধিবেশনে কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব যুক্ত হচ্ছেন।

কূটনীতিকেরা খসড়া প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিবেশ কিছু ঐকমত্য ভেঙে দেওয়ার পথ করে দিকে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি