ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ডা. আকাশের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত : ১৪:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামে তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার তার স্ত্রী তানজিলা হক চৌধুরীকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নিতে গত শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আবদুল কাদের।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি নগরীর চান্দগাঁওয়ে নিজ বাসায় আত্মহত্যা করেন তরুণ চিকিৎসক আকাশ। এ ঘটনায় ডা. আকাশের আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন আকাশের মা জোবেদা খাতুন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে নন্দনকানন এলাকা থেকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের টিমসহ চান্দগাঁও পুলিশ।

অভিযোগ রয়েছে, বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়া ও বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে আকাশ ও মিতুর মধ্যে কথা কাটাকাটি হওয়ায় মিতুর বাবা এসে তার মেয়েকে নিয়ে যায়। পরে তিনি শরীরে ইনসুলিন ইনজেক্ট করে আত্মহত্যা করেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি