ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

চকবাজারে আগুন

ডিএনএ টেস্টে ১১ জনকে শনাক্ত

প্রকাশিত : ১২:১৮, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ১২:২২, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহতদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে ১১ জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি।

বুধবার সকালে সিআইডির ডিএনএ অ্যানালাইসিস্ট ডা. নুশরাত শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নুশরাত বলেন, আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ১১ জনের লাশ শনাক্ত করে প্রতিবেদন পাঠিয়েছি।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এ ঘটনায় নিহত অজ্ঞাত ১৯ টি লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও। এ ঘটনায় ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ আরও ৪১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর মারা যান আরও কয়েকজন। সব মিলিয়ে এ ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি