ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ডিবি পরিচয়ে টাকা ছিনতাই

প্রকাশিত : ২৩:১৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক বেসরকারি কর্মকর্তার ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কর্মকর্তা গোলাম মেহেদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ি এলাকায়  ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত গোলাম মেহেদী আশুলিয়ার ইপিজেডে প্যাক্সার লি. নামের কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন। তিনি রাজধানী ঢাকার খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকার গোলাম ছাত্তার মিয়ার ছেলে।

ভুক্তভোগীর সহকর্মী নুর আলম জানান, বিকালে ইপিজেড এলাকার ব্রাক ব্যাংক থেকে ২ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন শেষে রিক্সা যোগে আশুলিয়ার থানার বিপরীতে ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দিতে রওয়ানা দেন। রিক্সা নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আলামিন মাদ্রাসার কাছাকাছি পৌছাতেই পিছনে একটি প্রাইভেটকার রিক্সার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে তিনজন লাঠি হাতে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোলাম মেহেদীকে হ্যান্ডকাফ পড়িয়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। রাজি না হলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তারপর প্রাইভেটকারে তুলে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে চলন্ত গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে হাতে হ্যান্ডকাফ পড়া অবস্থায় উদ্ধার করেন।

তিনি আরও জানান, প্রথমে তাকে স্থানীয় হাবিব ক্লিনিকে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নুর আলাম লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি