ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ডিম ওয়ালা মা ইলিশে সয়লাব(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫২, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ডিম ওয়ালা মা ইলিশে সয়লাব বরিশাল পোর্ট রোড মৎস অবতরন কেন্দ্র। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ যথা সময়ে না হওয়ার কারনে বাজার জুড়ে মা ইলিশ, এমনটি বলছে জেলে আর পাইকাররা। তবে মৎস অধিদপ্তর বলছে, সময়ের আগে-পরেও মা ইলিশের দেখা মিলতে পারে।

মা ইলিশ রক্ষায় গেলো ৭ থেকে ২৮অক্টোবর টানা ২২দিন ছিলো ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। এর পর থেকেই নদীতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণ ইলিশ।

তবে বাজার জুড়ে থাকা এসব ইলিশের অধিকাংশই ডিমওয়ালা। জেলে আর পাইকাররা বলছে, নিষেধাজ্ঞা যথা সময়ে না দেয়ায় মা ইলিশে সয়লাব বাজার।

আর মৎস ব্যবসায়ী সমিতি জানায়, নিষেধাজ্ঞার সময় সঠিক না হওয়ায়  ডিম ছাড়তে পারেনি মা ইলিশ।

তবে অভিযানের দিনক্ষন ঠিক ছিল বলে দাবী করে মৎস অধিদপ্তরের।

জেলেদের সাথে পরামর্শ করে গ্রহনযোগ্য গবেষনার মাধ্যমে মা ইলিশ রক্ষার অভিযানের দাবি জেলেদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি