ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ডুমুরিয়ায় গুলিবিদ্ধ যুবকের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২১ জুলাই ২০১৭

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়ার কাঞ্চনপুর থেকে শুক্রবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস। তিনি গণমাধ্যমকে জানান, স্থানীয়দের খবরে সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। তার গলায় গুলি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২-৩৩ বছর হবে। পুলিশ ঠিকানা অনুসন্ধানের চেষ্টা করছে।

লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি