ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ড্রাগন ফল চাষে স্বাবলম্বী নেত্রকোণার গৃহিনী হাফিজা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৩ ডিসেম্বর ২০২২

বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষে দৃষ্টান্ত তৈরি করেছেন নেত্রকোণার হাফিজা আক্তার। এই গৃহবধূর বাগানে যেমন অনেকের কর্মসংস্থান হচ্ছে অন্যদিকে তার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অনেকেই উৎসাহিত হয়ে উঠছেন ড্রাগন ফল চাষে।

ভালো দাম আর ক্রেতাদের চাহিদা বাড়তে থাকায় বিদেশি এই ফলটি চাষে উৎসাহী হন নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংঙ্গা গ্রামের গৃহিনী হাফিজা আক্তার।

পাঁচ একর জমিতে ২০১৯ সালে বিভিন্ন জাতের ছয় হাজার ড্রাগন ফলের চারা রোপন করেন। এতে তার খরচ হয় ১২ লাখ টাকা। দুই বছর পর তার বাগানে ফল আসতে শুরু করে। এ বছর তিনি ৫০ লাখ টাকার ফল ও চারা বিক্রি করেছেন । 

তার বাগানে অনেক বেকার যুবক কাজ করে সংসার চালাচ্ছেন। এছাড়া লাভজনক হওয়ায় অনেকেই ড্রাগন চাষে উৎসাহীও হচ্ছেন। 

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নেত্রকোণার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী। ড্রাগন চাষিদের তারা সার্বিক সহযোগিতা করছেন।
 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি