ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ড্রামা সিরিজ ‘মূ’র ২৬তম পর্বের কাহিনী সংক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১১ মার্চ ২০২০

একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত চীনা মেগা ড্রামা সিরিজ ‘মূ’। ১০০ পর্বের এই সিরিজে চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। 

১৫ ফেব্রুয়ারি থেকে ড্রামা সিরিজটি একুশে টেলিভিশন প্রচার শুরু করেছে। ১১ মার্চ রাত সাড়ে দশটায় প্রচার হবে ‘মূ’র ২৬তম পর্ব। 

চীনের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন রিংগো ইয়ু। ওয়াং জুয়ানের চিত্রনাট্যের এই সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০১২ সালে সিরিজিটি প্রথম চীনের সরকারি টেলিভিশন (সিসিটিভি)’তে  ‘টার্বুলেন্স অব দ্যা মু ক্লেন’ নামে প্রচারিত হয়। 

২৬তম পর্বে যা থাকছে :
স্বর্ণ খনির সমস্যা আসলে কি তা জানতে যুবরাজ মূ চুং ও আলিসিও ছদ্মবেশ নিয়ে খনির শ্রমিকদের সঙ্গে মিশে যায়। অপরদিকে আচাও আলিসিও সেজে সেনাপতি গাঁওকে নিয়ে যায় স্বর্ণ খনির ওস্তাদ মুলুও’র কাছে।

এদিকে রাণির পাঠানো অন্য এক সৈনিক আলিসিওকে হত্যার জন্য পেছন নেয়। কিন্তু সেও ঘোরের মধ্যে পড়ে যায়। আলিসিও আসলে কে তা চিনতে তার কষ্ট হয়।

গোপনে যুবরাজ মূ চুং, আলিসিও, আচাও ও সেনাপতি গাঁও দেখা করেন। তারা পরিকল্পনা করেন কিভাবে তাদের উদ্দেশ্য সফল করবেন। তাদের সবারই ওস্তাদ মুলুওকে সন্দেহ হয়।

এরই মধ্যে স্বর্ণ খনির যেসব শ্রমিকদের আটকে রাখা হয়েছে তাদের একজন পালিয়ে যায়। ওস্তাদ মুলুও তাকে ধরতে নেমে পড়েন। কারণ সে যদি সব ফাঁস করে দেয় তবে রক্ষা নেই।

আর এ সবই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত দেখতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়।

উল্লেখ্য, মিং সাম্রাজ্য ১৩৬৮ সাল থেকে ১৬৪৪ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর চীন শাসন করে।

দেশের জনপ্রিয় এই টেলিভিশন স্টেশনে খবর ছাড়াও প্রচারিত হচ্ছে খবরের বিশ্লেষণধর্মী টকশো অনুষ্ঠান ‘একুশের রাত’। এছাড়াও ‘খোলা জানালা’ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ মতামতসহ দেখতে পাবেন নানা বিশ্লেষণ। 

এ ছাড়াও একুশে টেলিভিশনে রয়েছে বিভিন্ন বিনোদনধর্মী অনুষ্ঠানমালার আয়োজন। রান্না বিষয়ক অনুষ্ঠান- সেরা নারীর সেরা রান্না, মজার টিফিন চাই; কমেডি শো- মামাভাগ্নের বৈঠকখানা; লাইফ স্টাইল বিষয়ক অনুষ্ঠান- বিয়ের রাজকন্যা, রুপ লাবণ্য, প্রবাস জীবন; গানের অনুষ্ঠান- ফোক মোমেন্টেস, মিউজিক এক্সপ্রেস, গানের ওপারে; স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান- হেলদি লাইফ, দ্য ডক্টরস ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। 
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি