ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল সড়কে ৪৫ কিলোমিটার যানজট

প্রকাশিত : ১৩:৩৮, ৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে এখনো বাড়ি ফিরছে মানুষ। ঈদে দক্ষিণবঙ্গে স্বস্তির যাত্রা হলেও ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের কবলে পড়েছে ঘরে ফেরা মানুষ। থেমে থেমে চলছে গাড়ি। 

গার্মেন্ট কারাখানা ছুটি হওয়ায় অতিরিক্ত গাড়ির চাপ ও বৃষ্টিতে সড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এবারের ঈদযাত্রায় শেষ সময়ে এসে যানজটের শিকার হতে হয়েছে।

ঈদের ছুটির পঞ্চম দিন মঙ্গলবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল অংশের বা ঐখোলা থেকে ঘারিন্দা বাইপাসের আন্ডারপাস পর্যন্ত যানজটের কবলে পড়েন যাত্রীরা। পরে সকাল পৌনে ৮টা থেকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

একাধিক চালকরা জানান, ভোর থেকেই এ মহাসড়কে যানবাহনের ধীরগতি ছিল। তবে সকাল ৭টা থেকে এ সড়কের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে এখনও চার লেনের কাজ চলমান থাকাসহ গতকালের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে গাড়ির গতি কমিয়ে গাড়ি চালাতে হয়।

এছাড়াও সোমবার পোশাক শ্রমিকদের ছুটি হওয়ার পর বিকাল থেকে এ সড়কে যানবাহন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানান তারা।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গাড়ীর অতিরিক্ত চাপ থাকায় এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  যানজট নিরসনে পুলিশ নিরলস কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি