ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট করার দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ
প্রকাশিত : ১৮:১৪, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৪, ১৩ মার্চ ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট করার দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই বিক্ষোভসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে সড়ক অবরোধের কারণে যানজটে নাকাল হন রাজধানীবাসী।
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। রাস্তায় অবস্থান নিয়ে দাবি আদায়ে শ্লোাগান দিতে থাকেন তারা।
ইনস্টিটিউটের দাবিতে ২০০৮ সালে থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষামন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরে গেলেও দাবি আদায় না হওয়ায় আবারো বিক্ষোভে নামার কথা জানায় তারা।
তবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন, বিক্ষোভ, অবরোধসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। প্রায় ৫ ঘন্টা শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করে, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে ব্যস্ততম নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। যার প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য এলাকায়ও। ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থেকে নাকাল হতে হয় নগরবাসীকে।
আরও পড়ুন