ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৮ নভেম্বর ২০১৯

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাজশাহী থেকে ঢাকগামী মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এটি সিরাজগঞ্জের কামারখন্দে এসে বিকল হয়ে যায়।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় টেকআপ পয়েন্টের প্রায় ১০০ গজ পার হলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার পর আপাতত এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ইঞ্জিন গিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগিগুলোকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন ঠেলে নিয়ে যাবে। এরপর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।’

তিনি জানান, এছাড়া ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ইঞ্জিনটা উদ্ধার করার প্রক্রিয়া চলছে।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি