ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ঢাকায় থাই রাজকুমারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২৮ মে ২০১৮

চার দিনের সফরে ঢাকায় এসেছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে আজ সোমবার সফরসঙ্গীদের নিয়ে থাই রাজকুমারী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনীম এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন। মহাচক্রীর বাবা ভূমিবলের শেষকৃত্যে অংশ নেওয়া শাহরিয়ার আলম বিমানবন্দরে থাই রাজকুমারীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।

বিমানবন্দরে থাই রাজকুমারীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সিরিনধরনের নেতৃত্বে থাইল্যান্ড সরকারের ১১ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে দেশটির প্রয়াত রাজা ভূমিবলের রয়্যাল চাই পাতানা ফাউন্ডেশনের অধীনে ২০১১ সালে রাজকুমারী সিরিনধরনের শুরু করা উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করবেন বলে জানা গেছে।

বাংলাদেশে অবস্থানকালে থাই রাজকুমারীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানকালে তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজেও যোগ দেবেন থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি