ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ঢাকায় ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১৩ জানুয়ারি ২০২০

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে- সংগৃহীত

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে- সংগৃহীত

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির (ডিএসসিসি ও ডিএনসিসি) নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ঢাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৭৮ ঘণ্টা এ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ২৯ জান‌ুয়া‌রি মধ্যরাত ১২টা থে‌কে ৩০ জানুয়া‌রি মধ্যরাত পর্যন্ত আরও বেশ‌কিছু যানবাহন চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা থাক‌বে। 

নির্বাচন কমিশনের উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে- ভোট উপলক্ষে ২৭ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৭৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এজন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলেছে কমিশন।  

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএস/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি