ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

তরুনী ধর্ষণের অভিযোগে এসআই ও এএসআই আটক(ভিডিও)

প্রকাশিত : ১১:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:২৩, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

তরুনী ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন এবং এএসআই মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, তাদের দুজনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সাথে দুই পুলিশ কর্মকর্তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এবং  এরই প্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাদেরকে। গেলো বুধবার থানার পাশের সরকারী ডাকবাংলোতে নিয়ে অস্ত্রের মুখে ইয়াবা সেবন করিয়ে তরুনী ধর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি