ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তাবলিগের ৮২ বাংলাদেশিকে জামিন দিল দিল্লির আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ১০ জুলাই ২০২০

লকডাউন বা অবরুদ্ধের সময়ে ভারতের দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ায় আটক ৮২ বাংলাদেশিকে জামিন দিয়েছেন আদালত। আজ শুক্রবার দিল্লির একটি আদালত তাদের জামিন দেয়। খবর হিন্দুস্তান টাইমস’র।

এসব বাংলাদেশিদের বিরুদ্ধে করোনা প্রাদুর্ভাবের সময় তাবলিগ-জামাতে যোগ দিয়ে ভিসা শর্ত ভঙ্গ, অবৈধভাবে ধর্মপ্রচার কাজে যোগদান এবং ভরত সরকারের বিধি ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে নিজ মুচলেকায় জামিনে মুক্তি দেন। শুনানি চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত করা হয়েছিল আটক বাংলাদেশিদের।

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মন্ডল ও মন্দাকিনি সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেছেন।

এমএস/এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি