ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

তালপাখা বদলে দিল যে গ্রাম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রচণ্ড গরমে তালপাখার বাতাস প্রাণ জুড়ায় গ্রাম-বাংলার মানুষের। যুগের পর যুগ বাণিজ্যিকভাবে তালপাখা বানানোর কারণে তালপাখার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে নাটোরের বাগাতিপাড়ার হাপানিয়া ফকিরপাড়া।

নাটোরে বাগাতিপাড়ার হাপানিয়া ফকিরপাড়া গ্রামের অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে তালপাখা তৈরির পেশায় জড়িত। এই গ্রামের তালপাখার কদর থাকলেও গ্রামে নেই কোন তালগাছ।

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে তালের ডাল কিনে রোদে শুকিয়ে বাঁশসহ নানা আনুষাঙ্গিক উপকরণ দিয়ে তৈরি করা হয় তালপাখা।

বছরের ৬ মাস পাখা তৈরিতে ব্যস্ত থাকে এখানকার প্রায় সব বয়সের মানুষ। বিশেষ করে নারীরা সংসারের কাজের পাশাপাশি এই কাজ করেন।

পরিবারের পুরুষরা দেশের বিভিন্ন মোকামে গিয়ে পাখা বিক্রি করেন। কখনও পাইকাররা গ্রামে গিয়েই তালপাখা কিনে নেন। 

তবে এই পেশা ধরে রাখতে চড়া সুদে ঋণ নিয়ে অনেকেই পুঁজি হারাতে বসেছেন।

তালপাখার কারিগরদের স্বাবলম্বী করতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা।

ভিডিও: 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি