ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

তিন দশক পর শিশুদের দত্তক দেয়া বন্ধ করলো চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চীন সরকার শিশুদের দত্তক দেয়া নীতি বন্ধ করে দিয়েছে। এর ফলে চীন থেকে এখন আর কোনো শিশুকে কেউ দত্তক নিতে পারবে না। গত তিন দশক আগে এক সন্তান নীতি চালু হওয়ার পর অনেকেই সন্তানকে দত্তক হিসেবে দিয়েছিলেন। খবর রয়টার্স 

১৯৯২ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের পরিবার ১ লাখ ৬০ হাজার চীনা শিশুকে দত্তক নেয়। ওই সময়ে আন্তর্জাতিকভাবে দত্তক নীতি চালু করে চীন। 

চায়না চিলড্রেন ইন্টারন্যাশনাল (সিসিআই) জানিয়েছে, এসব শিশুদের মধ্যে ৮২ হাজারকে দত্তক নিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে অধিকাশংই মেয়ে। 

এ বিষয়ে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, দত্তক নেয়ার সংখ্যা নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি হওয়ায় সরকার এখন এটিকে নিয়ন্ত্রণে আনার নীতি গ্রহণ করেছে। 

তবে যারা ইতোমধ্যে দত্তক নেয়ার আবেদন করেছেন এবং যেসব প্রক্রিয়া চলমান রয়েছে তার বিষয়ে কী হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। 

এদিকে গত দুই বছর ধরে চীনে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় সরকার যুবক-যুবতীদের বিয়ে করতে এবং সন্তান নিতে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এলো দত্তক বন্ধের প্রক্রিয়া।

চীনে শিশু পালনের ব্যয় বেড়ে যাওয়া এবং চাকরির নিরাপত্তা নিয়ে অনেকে হতাশায় থাকার কারণে সন্তান নিতে আগ্রহী হচ্ছে না। এ অবস্থায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি বেশ চাপের মধ্যে পড়েছে। 

এদিকে গত মে মাসে বিদেশি শিশু দত্তক নেয়া বন্ধ করে দেয় নেদারল্যান্ড। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি