ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ জন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে তাদের আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাফর ইমাম সজীব জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে তাদের একটি দল ছেঁড়াদ্বীপের ডিম এলাকায় অবস্থান নেয়। মিয়ানমারের দিক থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে তারা আসছিল। তারা থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ধাওয়া দিয়ে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। নৌকায় তল্লাশি করে পাওয়া গেছে তিন লাখ ইয়াবা।
আটক ব্যাক্তিরা মিয়ানমারের রোহিঙ্গা। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হবে। কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বলতে পারেনি।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি