ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

তিনি ধ্বংসস্তুপে দাঁড়িয়ে সৃষ্টির গান গান : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:২২, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের প্রধানমন্ত্রী নন,  তিনি পরবর্তী প্রজন্মের প্রধানমন্ত্রী। তিনি ধ্বংসস্তুপে দাঁড়িয়ে থেকে সৃষ্টির গান গান।

আজ রোববার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের সামনে আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পবিরর্তন এখন দৃশ্যমান হচ্ছে। সারাদেশে ফ্লাইওভার, ওভারব্রিজ হচ্ছে। নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। এসব অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের শিক্ষার্থীদের সচেতন হয়ে সড়ক পাড়াপাড়ের আহবান জানান। বলেন, নগরীর ৩৪টি ফুটওভারব্রিজ থাকলেও ৪টিও ব্যবহার হচ্ছে না। তাই সবাইকে অনুরোধ করবো ফ্লাইওভারব্রিজ-আন্ডারপাস ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি