ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১৯ জুলাই ২০১৯ | আপডেট: ০৮:৫৮, ১৯ জুলাই ২০১৯

তুরস্কে অবৈধ অভিবাসী বহনকারী একটি মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার এক সংযোগ সড়কে দুর্ঘটনায় পতিত হয়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান বাংলাদেশের অভিবাসীরা ছিলেন।

ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

তিনি আরোও জানান, মিনিবাসটিতে অবৈধ অভিবাসীরার ছিলেন। এসব অভিবাসীরা সবাই আফগানিস্তান, পাকিস্তান বাংলাদেশের নাগরিক। যারা তুরস্কের ভেতর দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন।

তথ্যসূত্র: এএফপি, আনাদুলো এজেন্সি

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি