ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তুরাগ তীরে উচ্ছেদ অভিযান, ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২২:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের প্রথম দিনে তুরাগ নদ দুষণ ও দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। এর অংশ হিসেবে সকাল থেকে গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে ৩০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। পরে টঙ্গী রেল ব্রীজ এলাকা থেকে নদের পানির প্রবাহ গতিশীল রাখতে ব্রীজের নীচে জমে থাকা আবর্জনা অপসারণ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটি এ যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নিয়েছে। এই উচ্ছেদ অভিযান চলবে আরো দুইদিন।

কেআই/এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি