ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

তৃণমুল থেকে প্রতিভা অন্বেষণ বাছাই কর্মসূচি শেষ পর্যায়ে

প্রকাশিত : ১৯:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে শুরু হওয়া তৃণমুল থেকে প্রতিভা অন্বেষণ বাছাই কর্মসূচি শেষ পর্যায়ে রয়েছে । এই কর্মসূচি থেকে আগামীর বেশ কিছু তারকা পাওয়া যাবে বলে মনে করছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস । এছাড়া সম্প্রতি শেষ হওয়া রোল বল বিশ্বকাপের আয়োজন আর্ন্তজাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলেও জানান তিনি। তৃনমুল থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সরবারহের কাজটি করে থাকে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি । এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রতিভা খুজে বের করতে কিছু কর্মসূচি নেয়া হলেও সেগুলো আলোর মুখ দেখে নি । ছিল না ধারাবাহিকতা । দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা খুজে আনতে এবার জোরে শোরেই মাঠে নেমেছে ক্রীড়াঙ্গনের অভিভাববক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ । দেশের ৩১টি ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে আগামীর তারকার খুজে বেড়াচ্ছে সংস্থাটি । ৬ মাস আগে শুরু হওয়া এই কার্যক্রম এখন রয়েছে চুড়ান্ত পর্যায়ে । এদিকে, রোলবল খেলাটি বাংলাদেশ তথা বিশ্বে এখনো এতটা জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও সম্প্রতি ঢাকায় হয়ে গেলো বিশ্বকাপের আসর । ৪০টি দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নিয়েছে এতে । বাংলাদেশ পুরুষ দল চতুর্থ স্থান অর্জন করে । এত বড় টুর্নামেন্ট আয়োজনের পর রোলবল খেলাটি দেশব্যাপি ছড়িয়ে পড়বে বলে মনে করেন এই সচিব । এছাড়া বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও আয়োজনের দিক দিয়ে বাংলাদেশ পুরোপুরি সফল ছিল বলে দাবি তার । তৃণমুল থেকে প্রতিভা খুজে আনার এই কর্মসূচি অব্যহত রাখতে পারলে ভবিষৎ এ বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়ের সংকট হবে না বলেই মনে করছে জাতীয় ক্রীড়া পরিষদ ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি