ঢাকা, বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ২৭ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। প্রবল হিমেল হাওয়া এবং উচ্চ আর্দ্রতার কারণে জেলাজুড়ে বাড়ছে শীত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

এর আগে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের শুরুতেই শীত আরও তীব্র হতে পারে। শৈতপ্রবাহ বইতে শুরু করারও সম্ভাবনা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি