ঢাকা, রবিবার   ২১ ডিসেম্বর ২০২৫

তেঁতুলিয়ায় শীত ও ঘন কুয়াশায় স্থবির জনজীবন

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:১২, ২১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

একদিনের ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহের পর শনিবার কিছুটা তাপমাত্রা বেড়েছিল। তবে রোববার ফের তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি আর্দ্রতা বৃদ্ধি ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়ে স্থবির হয়ে পড়েছে এ জনপদের জীবনযাত্রা। 

আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। গতকাল শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে ধীরগতিতে চলছে যানবাহন। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র ঠাণ্ডার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

কেউ কেউ রাস্তা ও দোকানের পাশে খরকুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ ছাড়া তীব্র শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের আক্রান্তের সংখ্যা বেশি। 

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া হিমেল বাতাস আর ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনে দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ধীরে ধীরে জেঁকে বসেছে শীত। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান জানান  আজ রোববার  ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা এই সময়টিতে বেশি কষ্টে পড়ছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি